৭ দফায় ভোট দেশে, ২৩ মে হবে ফল ঘোষণা

১১ এপ্রিল থেকে শুরু করে ১৯ মে অব্দি সারা দেশ জুড়ে চলবে লোকসভা নির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে ৭ দফায় ভোট হবে এবার। ২৩ মে ফল ঘোষণা হবে। এবার প্রথমবার পেপার ট্রেল মেশিন ব্যবহার হবে সব ভোট কেন্দ্রে। গতবারের তুলনায় বাংলা, উড়িষ্যা, কর্ণাটক এবং মহারাষ্ট্রে ভোটের দফা বেড়েছে। এবছর ১৮ থেকে ১৯ বছরের বয়সের ১.৫ কোটি ভোটার প্রথম ভোট দেবেন। ২০১৪ সালের তুলনায় ২০১৯ এ মোট ভোটারের সংখ্যা ৮১ কোটি থেকে বেড়ে হয়েছে ৯০ কোটি।