গুজরাটে মোদির ঘাঁটিতেই জনসভা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। আসন্ন নির্বাচনে যে দেশপ্রেমকে হাতিয়ার করেছে বিজেপি সেই দেশভক্তি প্রসঙ্গেই প্রিয়াঙ্কা বলেন, সবথেকে বড় দেশপ্রেম হল নিজেকে সচেতন করা। এই ভোটে নিজেকে প্রশ্ন করুন, যে প্রতিশ্রুতি আপনারা পেয়েছিলেন, সেই সব কথা রাখা হয়েছে কি? এই দেশ আপনারাই বানান, আপনারা নিজেকে প্রশ্ন করুন। তিনি জানান, সবরমতীর আশ্রমে গিয়েছিলেন তিনি, যেখান থেকে গান্ধিজি তাঁর আন্দোলন শুরু করেছিলেন।