আসাম রাজ্যের একটি আঞ্চলিক দল অসম গণ পরিষদ (এজিপি) বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) বিল নিয়ে আসামে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার দুই মাস পর জাতীয় নির্বাচনের আগে ফের জোটে ফিরে এসেছে। গতকাল রাতে দুই দল একটি জোট গঠন করার সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এক দু’দিনের মধ্যেই। সিনিয়র বিজেপি নেতা রাম মাধব এবং আঞ্চলিক দলের প্রধানের মধ্যে দীর্ঘ বৈঠক শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।