সকলকে ভোট দানে উৎসাহিত করতে টুইট প্রধানমন্ত্রীর

আজ সকাল থেকে একের পর এক টুইট করে গিয়েছেন নরেন্দ্র মোদি। রাহুল গান্ধী, মায়াবতী থেকে শুরু করে অক্ষয় কুমার, করণ জোহর, দীপিকা পাডুকোন সকলকে প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন যাতে তাঁরা সাধারণ মানুষকে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে উৎসাহিত করেন। মোদি লিখেছেন, “ভোটারদের মনে করাবার সময় এসেছে: আপনা টাইম আ গ্যয়া হ্যায়। নিজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে নিজের জোশ দেখান!” এই টুইটে উত্তরে অখিলেশ যাদবও লিখেছেন, “আমিও সব নাগরিককে অনুরোধ করি, সকলে ভোট দিন এবং নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করুন।”