কর্ণাটকের মান্ডিয়াতে নির্দল প্রার্থী হলেন সুমালতা অম্বরীশ

সুমালতা অম্বরীশ, প্রয়াত সুপারস্টার অম্বরীশের স্ত্রী নির্দল প্রার্থী হয়ে লড়বেন কর্ণাটকের মান্ডিয়া আসন থেকে। কংগ্রেসের নেতা ছিলেন অম্বরীশ। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ছেলে নিখিল গৌড়া, যিনি নিজেও একজন অভিনেতা তিনিও ভোটে দাঁড়াচ্ছেন মান্ডিয়া থেকেই।

Related Videos