বিজেপি এখনও নাম ঘোষণা না করলেও, তাঁর বিরুদ্ধে প্রার্থী হিসেবে তৃণমূলের মুনমুন সেনকে ইতিমধ্যেই ‘সেন’সেশনাল প্রার্থী বলেছেন বাবুল সুপ্রিয়। আসানসোলে দুই দলের দুই তারকার লড়াই জোরদার হবে বলেই অনুমান। মুনমুন সেন রবিবারই সাইকেল রিকশা চড়ে নিজের প্রচার শুরু করেন। কিন্তু জনতার ভিড় সামলাতে না পেরে হুড খোলা জিপে সফর শুরু করেন। অন্যদিকে বাবুল সুপ্রিয় ইতিমধ্যেই দলের জন্য নির্বাচনী প্রচারের গান লিখে ফেলেছেন। গেয়েওছেন নিজে।