বিজেপির নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে একটি বিশেষ গান গাওয়ার অভিযোগে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বর্ধমান জেলার একটি ছাত্র সংগঠন। বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ। তিনি বিজেপির নির্বাচনী প্রচারের জন্য একটি গান লিখেছেন ও সুর দিয়েছেন, অভিযোগ তাতে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে কদর্য কথা বলা হয়েছে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন বাবুল সুপ্রিয়।