প্রাইমটাইম; দেশের সত্যিকারের চৌকিদারদের অবস্থা আসলে কী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ, ২0 মার্চ দেশব্যাপী আসল চৌকিদারদের সাথে কথা বলবেন। আজ বিকেল সাড়ে চারটে নাগাদ তিনি কথা বলবেন। শোনা যাচ্ছে যে, ২৫ লাখ চৌকিদারের সঙ্গে তিনি কথা বলবেন। ৩১ মার্চ তিনি সেই চৌকিদারদের সঙ্গে কথা বলবেন যারা টুইটারে তৈরি হয়েছেন। সুতরাং, বিজেপি চৌকিদারদের নিয়ে প্রচারাভিযান গুরুতরভাবে শুরু করেছে। তাই আমরাও ওই ২৫ লক্ষ চৌকিদারদের মধ্যে থেকে ঝাড়খন্ডের ১০,০০০ চৌকিদারদের হাল হকিকত আপনাদের আগে জানিয়ে দিই যারা বেশ কয়েক মাস ধরে বেতনই পাননি। কিছু জেলার মানুষ নভেম্বর মাস থেকে মাইনে পাননি, কেউ কেউ জানুয়ারি থেকে। প্রতি উৎসবের আগে বেতন না পাওয়ার বঞ্চনা কেন?

Related Videos