মায়াবতী রোজ ফেসিয়াল করেন; বলছেন বিজেপির নেতা

বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতীকে ফের কদর্য আক্রমণ বিজেপির এমএলএ সুরেন্দ্র নারায়ণ সিংয়ের। তাঁর কথায়, ওরা আমাদের নেতাকে লোক দেখানো বলেন। নিজের ৬০ বছর বয়সে এখনও একটাও সাদা চুল ঢাকতে কলপ করে কালো করেন, রোজ ফেসিয়াল কএন যৌবন ধরে রাখতে। তাঁরা আমাদের মোদির শৌখিন পোশাক নিয়ে কীভাবে কথা বলেন?

Related Videos