জোটের ক্ষেত্রে কংগ্রসের অবস্থা কেমন?

মোদি বিরোধী শিবিরের মধ্যে, দিল্লিতে আপ ও কংগ্রেসের জোট হয়নি, পশ্চিমবাংলাতেও কংগ্রেসের সঙ্গে জোট হল না বামেদের। সারা দেশে এখন কংগ্রেসের জোট আছে ২২ টি। যা ২০১৪ সালের থেকে দ্বিগুণ, ওই বছর কংগ্রেসের জোট ছিল ১১ টি। বিজেপির ক্ষেত্রে তা ১৬। ২০১৪ সালে বিজেপির জোট ছিল ১৭ টি।

Related Videos