২০১৯ এর নির্বাচনে কর্মসংস্থানহীনতার বিষয়টি জোরালো হয়েছে। কিন্তু এদিকে না তো সরকারের পক্ষ থেকে, না তো বিরোধী পক্ষ থেকে এই বিষয়ে কোনও বক্তব্য রাখা হচ্ছে। সরকার পক্ষ এবং বিরোধী দলের উদাসীনতার মধ্যেও বেকার সম্প্রদায় বুঝতেও পারছেন না যে তারা কী করে তাদের সমস্যাগুলি সামনে আনবেন। ২০ মার্চের ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি খবর অনুযায়ী ওয়ার্ক ফোর্স অর্থাৎ কার্যকরী জনসংখ্যার দ্রুত পতন ঘটেছে। পাঁচ বছর আগে তুলনায় এই সময়ে খুব কম লোকের কাছেই চাকরি রয়েছে। ১৯৯৩-৯৪ এর পর এই প্রথমবার কর্মক্ষম জনসংখ্যার পতন ঘটেছে। এনএসএসও ২০১৭-১৮ পিরিওডিক লেবার ফোর্স সমীক্ষা করেছিল। এই প্রতিবেদনটি প্রকাশ্যে আসেনি।