দেবে গৌড়া কি লোকসভা ভোটে দাঁড়াবেন?

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া-র নাতি প্রজওয়াল রেভান্না তার দাদু-র হাসান সিটের থেকেই নির্বাচনে লড়াই করবেন। তিনি গতকাল মনোনয়ন পত্র জমা করেছেন। এই সময়এই পরিবারের তিন পুরুষকেই একসাথে দেখা যায়। তাই এবারের নির্বাচনে দেবে গৌড়া লড়াই করবেন কিনা তা নিয়ে উঠে আসছে প্রশ্ন।

Related Videos