কংগ্রেসের হয়ে আবার দাঁড়াবেন মল্লিকার্জুন খাড়গে

আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে চারদিকে চলছে সাজ-সাজ রব। প্রতিটা দলই প্রার্থী তালিকা প্রকাশে ব্যস্ত।শনিবার রাতে কংগ্রেস ৩৮ জন প্রার্র্থীর নাম ঘোষণা করেছে। মল্লিকার্জুন খাড়গে পুনরায় লড়াই করবেন কংগ্রেসের হয়েই।তিনি দাঁড়াবেন কর্ণাটকের গুলবার্গ থেকে।

Related Videos