ভোপাল থেকে লড়ার ব্যাপারে সম্মতি জানিয়েছেন দিগ্বিজয় সিং

আসন্ন লোকসভা নির্বাচনের মাত্র আর কয়েকদিন বাকি। ভারতের সমস্ত দলই তাদের প্রার্থী তালিকা প্রকাশে ব্যস্ত। এই রকম সময়ে দিগ্বিজয় সিং জানিয়ে দিয়েছেন যে, তিনি ভোপাল থেকে নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত। এই ব্যাপারে কমল নাথের সাথেও আলোচনা হয়েছে তাঁর। তবে শেষ পর্যন্ত কংগ্রেসের সভাপতি রাহুল যেখান থেকে তাঁকে দাঁড়াতে বলবেন, সেখান থেকেই দাঁড়াবেন তিনি, এমনি কথা NDTV -কে বললেন তিনি।