একদিকে চৌকিদার, অন্যদিকে দাগাদারঃ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ একটি জনসভায় তাঁর নির্বাচনী প্রচারে বলেছেন, দেশে এখন একদিকে দমদার চৌকিদার, তো অন্য দিকে বিশ্বাসঘাতক দাগাদারে ভর্তি। তিনি আরও বলেন, সরকার নিরন্তর নানা প্রকল্প নিয়ে আসছে, তা বাস্তবায়নও করছে। আর অন্যদিকে আগের সরকার সমস্ত কিছু বানচাল করে দিতে ও রুখে দিতেই ব্যস্ত ছিল।

Related Videos