অন্তর্দ্বন্দ্বের সমস্যায় ভুগছে বিজেপি

উত্তরপ্রদেশ থেকে কর্ণাটক, সর্বত্র বিজেপির মধ্যে বাড়ছে অন্তর্দ্বন্দ্ব। বহু বর্তমান সাংসদকে নির্বাচনে টিকিট না দেওয়ায় বাড়ছে অসন্তোষ। হুকুম সিংয়ের কন্যা মৃগাঙ্কা সিংকে কেয়রানা থেকে টিকিট দেওয়া হয়নি বলে ক্ষুব্ধ তিনি। ভারত সিংকে বালিয়া থেকে টিকিট দেওয়া হয়নি। অনশুল ভার্মাকে হরদোই থেকে টিকিট দেওয়া হয়নি। পদত্যাগ করে তিনি সমাজবাদী পার্টিতে যোগ দিলেন। কর্ণাটকে অনন্ত কুমারের স্ত্রী তেজস্বিনী অনন্ত কুমারকেও দেওয়া হয়নি টিকিট।

Related Videos