মীরাটে মোদির জনসভায় উপস্থিত বিজেপির আইটি সেলের কর্মীরা

গতকাল উত্তরপ্রদেশের মীরাট থেকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদি। এই নির্বাচনী সভাতে বিজেপির আইটি সেলের সদস্যরা ‘ম্যায় ভি চৌকিদার’ লেখা টি শার্ট পরে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যায়। কেউ ফেসবুক লাইভ করেছেন মোদির সভা থেকে, তো কেউ নানা মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে রেখেছেন, কেউ বা সামলেছেন টুইট। বিজেপি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে নিজেদের প্রচার চালাতে বেশ জোর কদমেই নেমে পড়েছে।

Related Videos