প্রাইমটাইম; কংগ্রেসের ইস্তেহারে বেশ কিছু নয়া প্রতিশ্রুতি

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস তাঁদের ইস্তেহার প্রকাশ করেছে। ইতস্তত বলে বেড়ানো কথার থেকে ইস্তেহারে লিখিত ঘোষণাগুলিতে বা প্রতিশ্রুতিগুলিতেই জোর দেওয়া ভালো। তাহলে প্রতিশ্রুতি মনে রাখা যায়। একই ভাবে যেমন ২০১৪ সালের নির্বাচনে বিজেপির ঘোষণাপত্রের অনেক প্রতিশ্রুতিই পুরো পাঁচ বছর ধরে মনে রয়েছে। কংগ্রেসের ইস্তেহারের প্রচ্ছদে লেখা আছে ‘হম নিভায়েঙ্গে’। প্রথম পাতায় রাহুল গান্ধী বিবৃতি লিখেছেন যে, আমার দেওয়া কিছু প্রতিশ্রুতি আমি কখনও ভাঙিনি। প্রস্তাবনাতে রাহুল গান্ধী লিখেছেন যে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বিপজ্জনক জিনিসটি হ'ল যে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার শব্দগুলির উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে।

Related Videos