Replay
10 second
10 second
Annotation
00:00 / 00:00
  • Report playback issue
  • Copy video URL
  • Copy video URL at current time
  • Copy embed html
  • NDTV Player Version : 3.7.1
  • © Copyright NDTV Convergence Ltd. 2025

প্রাইমটাইম; দেশ ভাঙার অভিযোগ কেন তুলছে বিজেপি?

কংগ্রেসে নিজের ইস্তেহারে এমন কী বলেছে যাতে বিজেপির মনে হচ্ছে যে তাঁরা এ দেশ ভাঙার কথা বলছে। ঘোষণাপত্রের প্রথম দিনই যখন অরুণ জেটলিকে প্রশ্ন করা হয় তখন তাঁর বক্তব্যের মূল নির্যাস ছিল এটাই। বিজেপির নিজস্ব প্রচারেও এই বিষয়েই জোর দিয়েছে। ৪ এপ্রিল প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন এই একই কথা নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন। প্রথমে দেখা যাক যে কংগ্রেস নিরাপত্তার প্রশ্নে কী বলেছে। পৃষ্ঠা নম্বর ৪১ এ কংগ্রেস জম্মু কাশ্মীর বিষয়ে বলেছে যে, এই রাজ্য ভারতের অনুচ্ছেদ ৩৭০-এর অন্তর্ভুক্ত। এই সাংবিধানিক অবস্থা পরিবর্তনের না তো অনুমতি দেওয়া হবে না তো চেষ্টাও করা হবে। অবশ্যই শুরুতে বিজেপি এবং আরএসএসের এজেন্ডা হ'ল অনুচ্ছেদ ৩৭০ পরিবর্তন করা হবে। বাজপেয়ী সরকার এবং মোদির সরকার অর্থাৎ দুই সরকারই পূর্ণ কার্যকাল শেষ করার পরেও কি আপনার মনে পড়ছে যে ৩৭০ সরাতে কোনও চেষ্টা করা হয়েছে?