প্রাইমটাইম; বিজেপিতে কি ঠাঁই নেই বরিষ্ঠ নেতাদের?

ইন্দোর থেকে ৮ বার সাংসদ হয়েছেন সুমিত্রা মহাজন। কিন্তু ২০১৯ সালের নির্বাচনী লড়াইয়ে নামতে প্রত্যাখ্যান করেছেন তিনি। বর্তমান লোকসভায় তিনিই একমাত্র মহিলা সাংসদ যিনি ৮ বারই নির্বাচিত হয়ে এসেছেন। ১৯৮৯ থেকে সুমিত্রা মহজন লোকসভায় রয়েছেন। ১৬ তম লোকসভার অধ্যক্ষ হন তিনি। আজ তিনি একটি চিঠি প্রকাশ করেছেন যা না তো প্রধানমন্ত্রীর নামে লেখা, না তো দলের সভাপতি অমিত শাহকে উদ্দেশ্য করে লেখা। এই চিঠি সরাসরি সংবাদপত্রদের কাছে প্রকাশ করা হয়েছে যাতে লেখা রয়েছে, ছাপার জন্যই জারি করা হয়েছ। ৮ বারের সাংসদ সুমিত্রা মহাজানকে কেন সংবাদপত্রের কাছে চিঠি প্রকাশ করতে হল?

Related Videos