উত্তরপূর্বে ২৫ টি আসনের মধ্যে ১৯ টিই পাবে এনডিএ; হিমন্ত বিশ্বশর্মা

উত্তরপূর্বের মোট ২৫ টি লোকসভা আসনের মধ্যে ১৯ থেকে ২১ টি আসন বিজেপির হাতে আসতে চলেছে বলেই দাবি বিজেপির হিমন্ত বিশ্বশর্মার। তিনি জানান, নিশ্চিতভাবেই ১৯ টি আসন তাঁদের দখলে আসতে চলেছে। তাঁর কথায়, বিজেপি বা আরএসএস একেবারেই সাম্প্রদায়িক নয়। হিন্দুরা সব দলকেই ভোট দেয়, কিন্তু মুসলিমরা কেবল কংগ্রেসকে ভোট দেয়।