আমেথিতে স্মৃতি ইরানীর ডানহাত যোগ দিলেন কংগ্রেসে

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীর ‘ম্যান ফ্রাইডে’ কংগ্রেস যোগদান করলেন। মন্ত্রীর সহযোগী রবি দত্ত মিশ্র, আমেথি গেলে তাঁরই ঘরে উঠতেন মন্ত্রী স্মৃতি ইরানী। বৃহস্পতিবার কংগ্রেসে যোগ দিয়েছেন স্মৃতি ইরানীর নির্ভরযোগ্য এই মানুষটিও। শোনা যায় রবি মিশ্র বিজেপি নেতা স্মৃতি ইরানীকে আমেথিতে নিয়ে আসেন। কংগ্রেসের একজন নেতা জানান, “যখনই স্মৃতি আমেথি পরিদর্শনে আসেন তখন রবি মিশ্রর বাড়িতেই থাকতেন।" রবি মিশ্র আগে সমাজবাদী পার্টির (এসপি) রাজ্য সরকারের একজন মন্ত্রী ছিলেন।

Related Videos