পশ্চিমবঙ্গে দ্বিতীয় বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ

দ্বিতীয় দফা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। কাল বৃহস্পতিবার রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে সোমবার প্রাক্তন আইএএস অফিসার অজয় নায়েককে দ্বিতীয় বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। এর আগে রাজ্যে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে নিয়োগ করেছিল কমিশন। তাঁর জমা দেওয়া প্রতিবেদনের ফলেই বদলি হন রাজ্যের ৫ পুলিশ কর্তা। সূত্রের খবর, এই রাজ্য থেকে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আসছে বারেবারে। গতকালই বাংলাদেশের অভিনেতা ফিরদৌসকে রায়গঞ্জে তৃণমূলের হয়ে প্রচারে দেখা যায়। এর আগে দমদমে সৌগত রায়ের প্রচারে দেখা যায় ধারাবাহিকের বিখ্যাত একজন বাংলাদেশিকে। আগামী কালই কলকাতায় পৌছাচ্ছেন অজয় নায়েক।

Related Videos