মুম্বাইতে আজ ভোটে অংশ নিচ্ছেন সেলেব্রিটিরাও

মুম্বাই দেশের বাণিজ্যনগরী। এই নগরীতেই আজ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার নির্বাচন চলছে। সকাল থেকেই ভোট কেন্দ্রে আসতে দেখা যাচ্ছে তারকা মুখদেরও। ছয়টি সংসদীয় নির্বাচনী এলাকার তিনটিতেই হাই প্রোফাইল প্রতিযোগিতা চলছে। মুম্বাই উত্তর মধ্য লোকসভা আসনে বিজেপির পুনম মহাজন কংগ্রেসের প্রিয়া দত্তের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন; মুম্বাই উত্তরাঞ্চলে বিজেপির সংসদ সদস্য গোপাল শেঠির বিরুদ্ধে কংগ্রেসের উর্মিলা মাতণ্ডকার লড়াই করছেন। কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা মুম্বাই দক্ষিণে শিবসেনার বর্তমান সংসদ সদস্য অরবিন্দ সাওয়ান্তের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।