ভাই সম্পর্কে কী বললেন প্রিয়াঙ্কা গান্ধী

প্রিয়াঙ্কা গান্ধীকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাহুল গান্ধী কী নিরাপত্তাহীনতার ভয় পেয়ে আমেঠি ছেড়ে ওয়ায়নাড় গিয়েছেন? উত্তরে তিনি বলেন, ‘‘রাহুল এতটুকুও ভয় পায়নি, দক্ষিণে রাহুলের প্রয়োজন ছিল। কেরালার কর্মীরা জানিয়েছিলেন ওখানে রাহুলকে দরকার। আর সেই সিদ্ধান্ত নিয়ে আমেঠির সকলেও খুশি।’’ আরও জিজ্ঞাসা করা হয়েছিল রাহুল কী একজন ভালো প্রধানমন্ত্রী হবেন, উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘‘অবশ্যই’’।

Related Videos