ওড়িশাকে কাবু করে আজ বিকেল সন্ধ্যা করেই রাজ্যে আসছে ফণী, সতর্কতা তুঙ্গে

বিকেলের মধ্যেই রাজ্যে প্রবেশ করছে ঘূর্ণিঝড় ফণী। দুপুরে আবহাওয়া দপ্তর জানায় এখন ঘূর্ণিঝড়ের অবস্থান দীঘা থেকে ২২৭ কিলোমিটার এবং কলকাতা থেকে ৩৭০ কিলোমিটার দূরে। আর তাই আবহাওয়া দপ্তরের কর্তারা মনে করছেন বিকেলের পরই রাজ্যে ঢুকে পড়বে এই ভয়াবহ ঘূর্ণিঝড়। এখন সেটির শক্তি কমেছে কিছুটা। ঘূর্ণিঝড় টি এখন সিভিয়র সাইক্লোনে পরিণত হয়েছে। রাজ্যে প্রবেশ করার পর মেদিনীপুর হয় সেটি ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগোতে থাকবে বলে মনে করা হচ্ছে। বিকেলের দিকে প্রবেশ করলেও ফণীর দাপট বেশি রাতের দিকে পড়তে চলেছে। রাতের দিকে বা কাল ভোরের দিকে তা আরও বাড়তে পারে।

Related Videos