পশ্চিমবঙ্গে কেন ভোটের বলি সাধারণ মানুষ?

রাজ্যের অতীতের সমস্ত নির্বাচনে হিংসার ঘটনা মাথায় রেখেই, এইবার রাজ্যে সাত দফায় লোকসভা নির্বাচন আয়োজন করেছে নির্বাচন কমিশন। কিন্তু কেন ভোট এলেই প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের? রাষ্ট্রবিজ্ঞানের গবেষকরা জানাচ্ছেন, এই রাজ্যে একটা বড় অংশের মানুষ রাজনীতির উপর নির্ভরশীল। এঁদের জীবনের সমস্যা পুলিশ সামলায় না, সামলায় নেতারা। সুতরাং ভোট এলে এই নির্ভরশীল মানুষদের কাজে লাগায় ক্ষমতালোভী সমস্ত দল। এই রাজ্যে কংগ্রেস হোক বা বাম এবং এখন তৃণমূল সব সময়েই সাধারণ মানুষের প্রাণ গিয়েছে ভোটে, কোথাও প্রতিবাদের খেসারতে, কোথাও বা দলের হয়ে সামান্য টাকায় কাজ করতে গিয়ে।

Related Videos