ভোট পেতে গুজরাটিতে রবীন্দ্র সংগীত গাইলেন তৃণমূল কাউন্সিলর

রবীন্দ্রনাথ ঠাকুরের 157 তম জন্মদিনে ভবানীপুরের গুজরাটি ভোটারদের মন পেতে সেই ভাষাতেই গান গাইতে শুরু করলেন তৃণমূল কাউন্সিলর অসীম কুমার বসু কলকাতা পুরসভার 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুজরাটি ভাষায় রবীন্দ্র সংগীত গেয়ে রাতারাতি চর্চায় চলে এসেছেন অসীম।