ঘৃণার বিরুদ্ধে লড়াই কংগ্রেসের; রভীশ কুমারের সাক্ষাৎকারে রাহুল গান্ধী

নির্বাচনী সভার মাঝেই অল্পসময়ের জন্য এনডিটিভির রভীশ কুমারকে সাক্ষাৎকার দেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী। তিনি বলেন, “দেশের মানুষ বলছেন আমরা ভয় পাচ্ছি। একটা অশুভ শক্তি দেশের শাসকের আসনে রয়েছেন। একদিকে বিজেপি আরএসএস অন্য দিকে দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের শক্তি। দেখুন, সব দল বিজেপির বিরুদ্ধে লড়ছে।” রাহুল বলেন “দেশের সমস্ত মানুষের ভালো থাকার দায়িত্ব আমাদের, যদি আরএসএসের লোক সমস্যায় পড়ে তাহলেও। এই দেশ ভালোবাসার দেশ। আমি নানা জায়গায় মোদির সঙ্গে দেখা করি, নানা সভায়, কিন্তু ওই মানুষটির মনেই কোনও ভালোবাসা নেই, ঘৃণায় ভর্তি তাঁর মন। মোদির সঙ্গে একমাত্র রাজনৈতিক লড়াই করেছে আমাদের দল।”

Related Videos