ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পকসো মামলা

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে দায়ের হল পকসো আইনের মামলা। শুক্রবার পুলিশ জানিয়েছে, ফলতায় একটি বাড়ির মধ্যে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে পকসো আইনের অধীনে মামলা করা হয়েছে বিজেপির এই প্রার্থীর বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের শিশু অধিকার সুরক্ষা কমিশন (ডব্লিউবিসিপিআরআর) সূত্রের খবর, নির্যাতিত কিশোরী ও তাঁর পরিবার অভিযোগ জানিয়েছে যে, অভিযুক্তকে গ্রেফতার করতে গড়িমসি করেছে রাজ্য পুলিশ। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাকে অভিযুক্ত নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং পুলিশকে পকসো আইনের অধীনে অভিযুক্তকে গ্রেফতার করার কথা জানিয়েছে শিশু অধিকার সুরক্ষা কমিশন।

Related Videos