কমিশনের নির্দেশে আজই শেষ প্রচার পশ্চিমবঙ্গে

নির্ধারিত সময়ের ২০ ঘণ্টা আগেই পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার বন্ধ করে দিল নির্বাচন কমিশন। ১৬ তারিখ রাত ১০ টাতেই শেষ হয়ে যাচ্ছে শেষ দফার ভোটের প্রচার। যা আদতে বন্ধ হওয়ার কথা ১৭ তারিখ। অমিত শাহের রোড শো ঘিরে নজিরবিহীন তাণ্ডবের ছবি দেখেছে শহর কলকাতা। এরই মাঝে মুখ্য সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের সপক্ষেই কি কাজ করছে নির্বাচন কমিশন? কেন্দ্র কি বদলা নিচ্ছে এই রাজ্য থেকে! কী বলছেন পশ্চিমবঙ্গের মানুষ?