প্রচার সভায় বিদ্যাসাগরের সাজে কৃষ্ণ বৈরাগী

লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারে বিদ্যাসাগরের সাজে হাজির কৃষ্ণ বৈরাগী। কখনও চ্যার্লি চ্যাপলিন, কখনও রাজা রামমোহন রায় বা অনান্য মনীষীদের সাজে সেজেছেন কৃষ্ণ বৈরাগী। এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাজেও সেজেছিলেন তিনি। এবার তাঁকে দেখা গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাজে। যাদবপুরের বিজেপি অনুপম হাজরার সভায় হাজির ছিলেন কৃষ্ণ বৈরাগী।

Related Videos