গডসেকে দেশভক্ত বললেন প্রজ্ঞা ঠাকুর

গান্ধীজীর হত্যাকারী নাথুরাম গডসে একজন “দেশভক্ত ছিলেন, দেশভক্ত আছেন এবং থাকবেন”। বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন বিজেপি নেত্রী প্রজ্ঞা সিং ঠাকুর । দক্ষিণি সুপারস্টার তথা রাজনীতিবিদ কমল হাসান বলেন, “ স্বাধীন ভারতের প্রথম চরমপন্থী ছিলেন একজন হিন্দু”। তা নিয়েই প্রশ্ন করা হলে এমনই উত্তর দেন গেরুয়া বসন পরিহিত এই ‘সন্ন্যাসিনী'। তাঁর এই মন্তব্যের নিন্দা করেছে বিজেপি। অন্যদিকে প্রজ্ঞা ঠাকুরের মন্তব্যকে হাতিয়ার করে সরব কংগ্রেস।এই মন্তব্যকে দেশদ্রোহীতা বলে মন্তব্য করেছে কংগ্রেস।

Related Videos