প্রধানমন্ত্রী হতে চান মায়াবতী

বৃহস্পতিবার লোকসভা নির্বাচনর ফলাফল।তার আগে বিরোধী নেতাদের কাছে নিজের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী, এমনটাই খবর।সম্প্রতি, লখনউতে তাঁর সঙ্গে দেখা করেন বিরোধী দলের বর্ষীয়ান নেতারা।তাঁদের কাছে মায়াবতী জানান, তাঁকে প্রধানমন্ত্রী পদে মেনে নিলে সমর্থনে রাজি তিনি।

Related Videos