সকাল ৮ টায় শুরু ব্যালট গণনা, সাড়ে ৮ টায় ইভিএম

আজ সারা দেশের ৫৪২ টি লোকসভা আসনের প্রার্থীদের ভাগ্যগণনার দিন। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে সাতটি দফায় নির্বাচন চলেছে এই দেশে। ২৩ মে’র অপেক্ষা বাড়িয়েছে প্রতিটি দফাই। আজ সকাল ৮ টা থেকে গণনাকেন্দ্রে প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে। সাড়ে আটটা নাগাদ শুরু হবে বিতর্কিত ইভিএম গণনা। সম্পয় গড়াতে গড়াতেই জানা যাবে কাদের দখলে রইবে দেশের মসনদ।