পোস্টাল ব্যালট গণনা শুরু, দক্ষিণ ভারতে সমানে সমানে টক্কর

শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের ভোটের গণনা। পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে। এখনও অব্দি বিজেপি একটি আসনে ও কংগ্রেস একটি আসনে এগিয়ে। দক্ষিণ কান্নাডায় এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে চিক্কোডিতে। সমানে সমানে টেক্কা দিচ্ছে বিজেপি ও কংগ্রেস।