বিজেপি সমর্থকদের শুভেচ্ছায় ভাসলেন মোদির মা

মোদি কোনও বড় কাজের আগে সাধারণত মায়ের সঙ্গে দেখা করেন। আজ মোদির মা যশোদাবেনের বাড়ির সামনে ভিড় উপচে পড়েছে সমর্থকদের। হর হর মোদি, ঘর ঘর মোদি স্লোগানে বিজেপির সমর্থকরা শুভেচ্ছা জানাতে হাজির হয়ে যান তাঁর ভবনের বাইরে। `