বিজেপি গোল্লা পাবে, মমতার কথা মিলল না; রূপা গাঙ্গুলি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপি গোল্লা পাবে। মমতার কথা মিথ্যা হয়ে গেল বলেই মনে করছেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। রূপা বলেন, আমরা এই বাংলার জন্য কাজ করব, বাংলার সমস্যা কেন্দ্রে নিয়ে যাব। কেন্দ্রকে দিয়ে কাজ করিয়ে নেব। মহাজোটকে আক্রমণ করে রূপা বলেন, “মহাগটবন্ধন করে বরোধীরা একজন নেতাকে আটকাতে পারল না, এটাই প্রমাণ করে মোদি আসলে বাঘ।”

Related Videos