এবারের পার্লামেন্টে রেকর্ডনা নম্বর ''অপরাধী'' এমপি দেখা যাবে

আর মাত্র দুদিন। তারপরই গঠিত হতে চলেছে ভারতের ১৭ তম লোকসভা। তবে এই লোকসভায় এমন বহু বিধায়কের মুখ দেখা যাবে যাদের নাম চলছে বহু 'অপরাধ মূলক' মামলার বিচার। সেদিক দিয়ে বিচার করে, এটিকে রেকর্ড নম্বর বলা যেতে পারে। ২০১৪ এর তুলনায় ২০১৯-এ এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২%, এমন ১০ জন প্রার্থীকে বিধায়ক হিসাবে নির্বাচন করা হচ্ছে যাদের নাম চলছে 'অপরাধ মূলক'' মামলা। তার মধ্যে অন্যতম নাম হল সাধ্বী প্রজ্ঞা।

Related Videos