কলকাতা পার্ক সার্কাসে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১২ টি গাড়ি

আগুল লাগল কলকাতার পার্ক সার্কাসে। বারোটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। ১৪ মে বাজ পড়ে বৈদিক ভিলেজ স্পা রিসর্টে আগুন লেগেছিল। কলকাতার বিমান বন্দর থেকে ঐ রিসর্টের দূরত্ব প্রায় ২০ মি‌নিট।