মোদী সরকার ২.০: মোদী সহ শপথ নিলেন মন্ত্রী সভার সদস্যরা

শেষমেশ মোদী মন্ত্রিসভায় যোগ দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ । লোকসভা নির্বাচনে বিজেপির সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অমিতের। এবার তাঁকেই মন্ত্রিসভায় নিয়ে আসা হল। অমিতই যে নতুন মন্ত্রিসভার সবচেয়ে চর্চিত নতুন মুখ হতে চলেছেন তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। এবার ভোটের ফল প্রকাশের পর থেকেইও মন্ত্রী হিসেবের অমিতের নাম শোনা যাচ্ছিল। শেষমেশ জল্পনাকে সত্যি করে মন্ত্রী হলেন অমিত। এই প্রথম লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। লালকৃষ্ণ আদনবানীর বদলে গুজরাটের গান্ধী নগর আসন থেকে প্রার্থী করে বিজেপি।

Related Videos