কেরালায় কৃষক আত্মহত্যার কারণ জানতে চাইলেন রাহুল

বাংলা বডি: আমেঠী হতাশ করলেও কেরলের ওয়ানাড় তাঁর কপালে জয়ের টীকা পরিয়েছে। সেই জয়কে হাতিয়ার করেই এবার রাজনীতিতে আরও মনোযোগী রাহুল গান্ধি। ইতিমধ্যেই ওয়ানাড়ের সাংসদ কেরালায় কৃষক আত্মহত্যার কারণ জানতে চেয়েছেন মুখ্য়মন্ত্রী বিজয়নের কাছে।

Related Videos