সন্দেশখালির ঘটনায় কালা দিবস পালন করছে বিজেপি

উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালিতে বিজেপি কর্মীদের মৃত্যুর ঘটনায় কালা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে দল। পাশাপাশি ১২ ঘণ্টার বসিরহাট বনধ ডাকা হয়েছে। আজ রাজ্যের বিভিন্ন জায়গায় কালা দিবস পালিত হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করবেন বিজেপি কর্মীরা। কলকাতার ধর্মতলায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল হবে। এরকমই আরও নানা কর্মসূচি নিয়ে রেখেছে পদ্ম শিবির। এদিকে সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে পরামর্শ বার্তা এসে পৌঁছেছে। সেখানে বলা হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। পাল্টা রাজ্যের তরফে জানানো হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে কয়েকটি বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘর্ষ হয়েছে মাত্র তার বেশি কিছু নয়।

Related Videos