ভোট পরবর্তী হিংসায় পশ্চিমবঙ্গে একের পর এক বলি দলীয় সমর্থকরা

সন্দেশখালির তৃণমূল বিজেপি রাজনৈতিক সংঘর্ষে অন্তত দু'জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। প্রাণ গিয়েছে এক তৃণমূল কর্মীরও। এবারের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বিজেপি আগের সমস্ত নজির ভেঙে ১৮টি আসনে জয়ী হওয়ার পর পরিস্থিতির এ ধরনের ঘটনা ঘটছে। ঘটনা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল কেশরীনাথ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন।