নীলরতন সরকারে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে ব্যহত পরিষেবা

রোগী মৃত্যুকে কেন্দ্র করে তাঁর পরিবারের লোকজনদের বিক্ষোভ, এবং এক ইন্টার্ন চিকিৎসকদের নিগ্রহের প্রতিবাদে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আর তার জেরে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা। তাঁদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা না করা পর্যন্ত রাজ্যের কোনও হাসপাতাল বা মেডিক্যাল কলেজে কাজ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনআরএস হাসপাতালের বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের যাতে বুঝিয়ে কাজে ফেরানো যায়, তার জন্য আধিকারিকরা চেষ্টা করছেন বলে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তথা তৃণমূল বিধায়ক নির্মল মাজি