তামিলনাড়ুতে আইসিস যোগ, তল্লাশি জারি এনআইএ-র

তামিলনাড়ুতে আইসিসি যোগ।কোয়েম্বাটুরের ৭ জায়গায় তল্লাশি এনআইএ-র। এই নিয়ে তামিলনাড়ুতে দুদিন ধরে তল্লাশি জারি এনআইএ-র। ইতিমধ্যেই ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাদের একজন আজাহারুদ্দিন। তাকে গ্রেফতারও করা হয়েছে। ইস্টার সানডের দিনে শ্রীলঙ্কায় হামলায় আত্মঘাতী বোমারু জাখরানের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

Related Videos