মহারাষ্ট্র মন্ত্রিসভায় ১৩ নতুন মুখ

মহারাষ্ট্র মন্ত্রিসভায় নতুন ১৩ জন মন্ত্রী শপথ নিলেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য রাধাকৃষ্ণণ বিকে পাটিল। এছাড়া, ১০ জন বিজেপি নেতাও শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভায়। রেয়েছেন ২ জন শিবসেনা এবং একজন আরপিআই নেতা।