গানের মধ্যে দিয়েই জীবন খুঁজি: দেবজ্যোতি মিশ্র

দেবজ্যোতি মিশ্র । সুরের দুনিয়ায় এই নামটাই যথেষ্ট। বাংলা, হিন্দি ছবির গানের দুনিয়ায় তাঁর অনায়াস গতিবিধি। একাধিক রাষ্ট্রীয় পুরস্কার সহ নানা সম্মানে সম্মানিত আন্তর্জাতির এই শিল্পী আবার ফিরছেন হিন্দি ছবির গানের দুনিয়ায়। একই সঙ্গে ছবির প্রদর্শনী করবেন। নতুন শিল্পী গড়ার তাগিদে গড়ছেন গাজীপুর গ্রাম । আবার বিপ্লবও করছেন তাঁর সঙ্গে। কীভাবে? _____________________________________

Related Videos