সন্ত্রাসবাদের বিরুদ্ধে অক্টোবরের মধ্যে ব্যবস্থা নিতে পাকিস্তানকে নির্দেশ

পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)। তাদের মাটিতে কার্যকলাপ চালানো রাষ্ট্রসংঘ ঘোষিত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অক্টোবরের মধ্যে অ্যাকশন প্ল্যান তৈরি করতে বলেছে তারা, নাহলে পাকিস্তানকে কালো তালিকায় ফেলে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভারতীয় কূটনৈতিক মহলের উর্দ্ধতন সূত্র মারফৎ এমনটাই জানা গেছে। বিষয়টি নিয়ে পাকিস্তানকে উদ্ধার করতে নেমেছে চিন, তবে তাদের দেওয়া চরম সতর্কবার্তার বিরোধিতা করেনি চিন। সন্ত্রাসে অর্থ জোগানো এবং আর্থিক তছরূপের ক্ষেত্রে অপর্যাপ্ত নিয়ন্ত্রণের জন্য পাকিস্তানকে “ধূসর তালিকায়” রেখেছে তারা। যদি, পাকিস্তান ফিন্সাসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) ঘোষিত কালো তালিকায় চলে যায়, তাহলে বিশ্বব্যাপি চরম চাপে পড়ে যাবে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় চলে যাবে তারা।

Related Videos