চেন্নাইতে জলসঙ্কট, বৃষ্টির জলই ভরসা

চেন্নাইতে জল সঙ্কট এতটাই প্রবল হয়ে উঠেছে যে, কিছু মানুষের কাছে বৃষ্টির জলই ভরসা। বছরের তিনমাস তারা জলের বৃষ্টির জল পায়। সেই অঞ্চলে জল সাপ্লাইয়ের কোনো ব্যবস্থা নেই। শনিবার বৃষ্টির জল দেখে এই অঞ্চলের বাসিন্দারা খুবই খুশি হয় ও মাত্র এক ঘন্টাতেই ৫৬ টি পরিবার সহস্রাধিক লিটার জল সঞ্চয় করতে সক্ষম হয়। ২৫,০০ স্কয়ার ফিট এলাকা থেকে তারা কৃষির জন্য জল সংগ্রহ করে।